গৌরীপুরে মহান বিজয় দিবস ম্যারাথন প্রচারাভিযান শোভাযাত্রা

গৌরীপুর প্রতিনিধি : ‘সুস্থ্য সুন্দর আনন্দময় জীবনের জন্য ক্রীড়া’ শ্লোগানে মহান বিজয় দিবস মিনি ম্যারাথন উপলক্ষে শুক্রবার বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করেন গৌরীপুর থানার অফিসার ইনচার্জ দেলোয়ার আহম্মদ। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
২৫-৪০বছর বয়সী নারী-পুরুষদের মিনি ম্যারাথন ১৩ডিসেম্বর ও ৪০উর্ধ্ব পুরুষদের মিনি ম্যারাথন ১৫ডিসেম্বর সকাল ৬টায় শহীদ হারুণ পার্ক থেকে শুরু হবে। আগ্রহীদের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও ১০০টাকা নিবন্ধন ফি জমা দিয়ে ১০ডিসেম্বর/১৭ তারিখের মধ্যে নাম নিবন্ধন করতে হবে।
ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে মহান বিজয় দিবস ৬ষ্ট মিনি ম্যারাথন সফল করার প্রচারাভিযানে পৌর স্বজনের সভাপতি শ্যামল ঘোষের সভাপতিত্বে ও উপজেলা স্বজনের সভাপতি সেলিম আল রাজের সঞ্চালনায় বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সাইফুল আলম, প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. আলমগীর হোসেন, গৌরীপুর পাবলিক কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শফিকুল ইসলাম মিন্টু, বাংলাদেশ মহিলা পরিষদ গৌরীপুর শাখার সাধারণ সম্পাদক মমতাজ বেগম, উপজেলা স্বজন সমাবেশের সভাপতি মো. এমদাদুল হক, সহসভাপতি ক্রীড়াবিদ আব্দুল মালেক, রমজান আলী মুক্তি, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রফিক, রবিন চন্দ্র আর্চায্য, সাংগঠনিক সম্পাদক সামছুজ্জামান আরিফ, সাংস্কৃতিক সম্পাদক আমিরুল মোমেনীন, পৌর স্বজনের সাধারণ সম্পাদক আল ইমরান মুক্তা, সাবেক সাধারণ সম্পাদক শামীম খান, যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন শরীফ, স্বজন শলমা জাহান চৌধুরী বিথী, নাঈম জাহান চৌধুরী প্রীতি, মো. সুমন, শামীম আনোয়ার, গোলাম কিবরিয়া, আফ্রিদি হাসান নিরব, শাহজাহান, যুগান্তর প্রতিনিধি মো. রইছ উদ্দিন প্রমুখ।
নিবন্ধন চলছে হাসপাতাল গেইট জুনায়েদ মেডিকেল হল, ০১৭২৬-৭৭৩০৪০, রায় মেডিকেল হল, শ্যামগঞ্জ বাজার ০১৭১১-০৪৫৮৯৩, প্রিন্স মোবাইল, উত্তর বাজার ০১৭১১-৩৬৯৬৭০, স্বর্ণা টেলিকম ০১৭১২-৯৩৫৮৬২, শাহগঞ্জ স্টুডিও, শাহগঞ্জ বাজার, বিজয় কম্পিউটার ০১৭১২-৩৪৩৯৫৭, যুগান্তর স্বজন মিডিয়া সেন্টার ০১৭১৮-০৬৯২১০, ০১৯১১-০৬৯২১০।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।