গৌরীপুরে বোমাবাজদের ধরতে আল্টিমেটাম! মামলা দায়ের : আটক-১

মো. আনোয়ার হোসেন শরীফ, গৌরীপুর থেকে:  ময়মনসিংহের গৌরীপুরে ইউএনও’র বাসভবনসহ ৫স্থানে পেট্টোল বোমা নিক্ষেপের ঘটনায় মামলা, আটক-১, ১৪৪ধারা প্রত্যাহার, বোমাবাজদের গ্রেফতারে যুবলীগের আল্টিমেটাম, দ্রুত সময়ের মধ্যে যুবলীগের সম্মেলনের দেয়ার দাবিতে শুক্রবার সংবাদ সম্মেলন।
বোমাবাজদের ধরতে ৪৮ঘন্টার আল্টিমেটাম দিয়েছেন যুবলীগ। শুক্রবার প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মো. সানাউল হক, সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক তপন সাহা, সদস্য সচিব আব্দুর রউফ মোস্তাকিম ও সাধারণ সম্পাদক প্রার্থী মোফাজ্জল হোসেন খান লিখিত বক্তব্যে এ আল্টিমেটাম ঘোষণা করেন। একই সাথে বৃহস্পতিবার এর স্থগিত যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনের দ্রুত তারিখ ঘোষণার দাবি জানান।
নিজপুত্রকে আহ্বায়ক বানাতে কেন্দ্রীয় যুবলীগের সভাপতির নিকট অনুরোধ পত্র দিয়েছিলেন এমপি নাজিম উদ্দিন আহম্মেদ। তারপুত্র গণতান্ত্রিক পদ্ধতি নির্বাচিত হতে পারবেন না, সেই জন্য সরে দাঁড়ান। তবে সেই ক্ষোভেই বোমা হামলা, মঞ্চে আগুন ও প্রশাসনকে দিয়ে ১৪৪ধারা জারি করে যুবলীগের সম্মেলন হতে দেননি। সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন যুবলীগের নেতৃবৃন্দ। এ অভিযোগ প্রত্যাখান করে নাজিম উদ্দিন আহমেদ এমপি বলেন, যুবলীগের আভ্যন্তরিন গ্রুপিংয়ের কারণেই নিজের অন্তঃদ্বন্ধের বহিঃপ্রকাশ ঢাকতে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনেছে। যারা বোমা নিক্ষেপ-মঞ্চ পুড়িয়েছে, ওরা আওয়ামী লীগের শত্রু, ওদের চি‎িহ্নত করে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনকে নির্দেশ দেয়া হয়েছে।
ইউএনও’র বাসভবনে বোমা নিক্ষেপের ঘটনায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের নিরাপত্তা প্রহরী মো. রফিকুল ইসলাম বাদি হয়ে বিস্ফোরণ আইনে মামলা দায়ের করেন। গৌরীপুর থানার অফিসার ইনচার্জ দেলোয়ার আহম্মদ জানান, মামলাটি ময়মনসিংহ পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) তদন্ত করছেন। জেলা গোয়েন্দা পুলিশের বিশ্বস্থ্য একটি সূত্র জানায়, এ ঘটনায় একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। উপজেলা নির্বাহী অফিসার মর্জিনা আক্তার জানান, পুলিশের প্রতিবেদন ও পর্যবেক্ষণে পরিস্থিত স্বাভাবিক হওয়ায় ১৪৪ধারা প্রত্যাহার করা হয়েছে।
যুবলীগের সংবাদ সম্মেলনে ময়মনসিংহ জেলা যুবলীগের সাবেক সদস্য মো. কামাল হোসেন, যুবলীগ নেতা মো. শামছুল হক, মো. উজ্জল মিয়া, হারুন অর রশিদ, নুরুল কবির শাহীন, নুরুজ্জামান মদন, সাধন মল্লিক, আনিছুল হক আঞ্জু, মো. সোহেল রানা, আব্দুল আজিজ চৌধুরী, তোফাজ্জল হোসেন মানিক, মোস্তাফিজুর রহমান, শহিদুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. মিজানুর রহমান, পৌর ছাত্রলীগের সভাপতি উত্তম সরকার প্রমুখ।
অপরদিকে এমপি নাজিম উদ্দিন আহমেদের বিরুদ্ধে মিথ্যা প্রচার-প্রচারণা, জুতা মিছিল, কুশপুত্তলিকা দাহের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন গৌরীপুর পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম। তিনি জানান, যারা ২০১৪সালের ৫জানুয়ারির নির্বাচনে নৌকার বিপক্ষে ছিলো ওরাই এ কাজ করেছে।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।