
বিশেষ প্রতিনিধি: দেশের আটটি জেলার স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে নেত্রকোনা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নেত্রকোনা সদর উপজেলার জাতীয় স্মার্ট কার্যক্রমের উদ্ভোধন করেছেন প্রধান নিবার্চন কমিশনার কে এম নূরুল হুদা।
নেত্রকোনা জেলা প্রশাসক ড. মুশফিকুর রহমান’র সভাপতিত্বে এ সসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,স্বাধীনতা পুরুষ্কার প্রাপ্ত লেখক অধ্যাপক যতীন সরকার, জেলা পরিষদ চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক প্রশাসক মতিয়র রহমান খান, অতিরিক্ত পুলিশ সুপার মো. আশরাফুল ইসলাম সহ সরকারী-বেসরকারী কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধি সুশীল সমাজের প্রতিনিধিরা।
এসময়, জেলা নির্বাচন অফিসসূত্রে জানানো হয়, নেত্রকোনা পৌরশহরের মাহমুদ,চকপাড়া পশ্চিম, বর্শিকুড়া এলাকায় বিতরণ করা হবে পহেলা ডিসেম্বর, ২-৪ ডিসেম্বর সাতপাই-১,সাতপাই-২, মঈনপুর,শহর সাতপাই, পুরুষদের (সাতপাই পশ্চিম রেল কলোনী পর্যন্ত, সাতপাই উত্তর-প্রফেসর পাড়া রাস্তার পশ্চিম পর্যন্ত) ৫-৭ ডিসেম্বর মহিলাদের (সাতপাই পশ্চিম রেল কলোনী পর্যন্ত, সাতপাই উত্তর-প্রফেসর পাড়া রাস্তার পশ্চিম পর্যন্ত) সহ ২৬ ডিসেম্বর পর্যন্ত নেত্রকোনার পৌর শহরের বিভিন্ন এলাকায় স্মার্ট কাড বিতরণ করা হবে।