
বিশেষ প্রতিনিধি : নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে বাংলাদেশ মহিলা পরিষদ নেত্রকোনা জেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত পৌরসভার মোড়ে ‘যৌন নিপীড়ন ও ধর্ষণ প্রতিরোধে’ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন জেলা মহিলা পরিষদের সহ-সভাপতি পারভিন আক্তার, সাধারন সম্পাদক তাহেজা বেগম, নেত্রকোনা জেলা প্রেসক্লাব সম্পাদক শ্যামলেন্দু পাল, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আলহাজ্ব আব্দুল মতিন, জেলা কৃষক লীগ সভাপতি কেশব রঞ্জন সরকার, আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক মাজাহারুল ইসলাম, সাহিত্য সমাজের সভাপতি অধ্যাপক কামরুজ্জামান চৌধুরী, নারী প্রগতি সংঘের ব্যবস্থাপক আলী আমজাদ খান, সাংবাদিক খলিলুর রহমান শেখ ইকবাল, রেড ক্রিসেন্ট সোসাইটির সম্পাদক গাজী মোজাম্মেল হোসেন টুকু, মহিলা পরিষদ নেত্রী মঞ্জু সরকার, নারী নেত্রী সৈয়দা শামছুন্নাহার বিউটি এবং নারী নেত্রী রেখা রাণী চক্রবর্তী।