ময়মনসিংহে ভূমি সেবা নিশ্চিত করতে কঠোর নির্দেশ জেলা প্রশাসকের

ময়মনসিংহ অফিস: ময়মনসিংহের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনারদের (ভূমি) হয়রানিমুক্ত ভূমি সেবা নিশ্চিত করতে কঠোর নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক (ডিসি) খলিলুর রহমান।
এ সময় ভূমি উন্নয়ন কর আদায় ও ভূমি ব্যবস্থাপনা সংক্রান্ত নির্দেশনার পাশাপাশি সরকারি সম্পত্তি স্বার্থ সংশ্লিষ্ট বিষয়েও নির্দেশনা দেন তিনি। রোববার দুপুরে ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা রাজস্ব সম্মেলনে তিনি এ নির্দেশনা দেন।
জেলা প্রশাসক (ডিসি) খলিলুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে- অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এ কে এম গাঁলিভ খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিম আহমেদ, ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু জাফর রিপন, ভালুকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপায়ন শুভসহ জেলার ১১টি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনাররা (ভূমি) উপস্থিত ছিলেন।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।