নেত্রকোনায় অক্টোবর বিপ্লবের সমাপনি সমাবেশ ও লালপতাকা মিছিল

বিশেষ প্রতিনিধি: নেত্রকোনায় অক্টোবর বিপ্লব শতবর্ষ উদযাপন কমিটির আয়োজনে সোমবার দিন ব্যাপি নানা কর্মসুচীর মাধ্যমে মহান অক্টোবর বিপ্লবের সমাপনি সমাবেশ ও লালপতাকা মিছিল অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় শহীদ মিনার মাঠে বিকাল ২টায় আনুষ্ঠানিক উদ্ভোধন করেন, সিপিবি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড শাহ্আলম। উদ্ভোধন শেষে সর্বস্তরের জনগনের অংশগ্রহনে এক বর্নাঢ্য র‌্যালি শহরের প্রধান সড়ক গুলো প্রদক্ষিন শেষে উদযাপন কমিটির আহবায়ক অধ্যাপক যতীন সরকার এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য সিপিবি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড শাহ্আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিপ্লবী ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক, সিপিবি‘র কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড দিবালোক সিংহ, সিপিবি কেন্দ্রীয় কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড জলি তালুকদার, জেলা সিপিবি সভাপতি অধ্যাপক মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক নলিনী সরকার, জেলা বিপ্লবী ওয়ার্কাস পার্টির সভাপতি সজীব সরকার প্রমুখ।
বক্তারা বলেন, আজ থেকে একশ’ বছর আগে ১৯১৭ সালের ২৫ অক্টোবর মাসে রুশ দেশে যে বিপ্লব ঘটেছিল তা পৃথিবীকে বদলে দিয়েছে বহুদিক দিয়ে। পরিবর্তন ঘটিয়েছে চিন্তায়, দৃষ্টিভঙ্গিতে, রাজনীতি, সংস্কৃতি, সমাজ ব্যবস্থায়, মানবিক সম্পর্ক ও মানচিত্রে। আলোচনা শেষে কবিতা আবৃত্তি ও প্রামান্য চিত্র প্রদর্শন শেষে উদীচী জেলা সংসদের শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।