
বিশেষ প্রতিনিধি: শনিবার সন্ধ্যায় ময়মনসিংহ প্রেসক্লাবের উদ্যোগে বৃহত্তর ময়মনসিংহে জন্মগ্রহণকারী কৃতী সাংবাদিক ও সাহিত্যিকদের স্ব স্ব ক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ ময়মনসিংহ প্রেসক্লাব পদক প্রদান করেছে। ঐতিহ্যের ধারাবাহিকতায় ময়মনসিংহ প্রেসক্লাব সাংবাদিকতা ও সাহিত্যে ২০১১ সন হতে ২০১৫ সনের ১০ জনকে পদক প্রদান করেছে। পদক প্রাপ্তরা হলেন, ২০১১ সনে সাংবাদিকতায় শ্যামলেন্দু পাল ও সাহিত্যে আনজির লিটন, ২০১২ সনে সাংবাদিকতায় জিয়া উদ্দিন আহমেদ ও সাহিত্যে ড. আমিনুর রহমান সুলতান, ২০১৩ সনে সাংবাদিকতায় সুলতান উদ্দিন খান (মরণোত্তর) ও সাহিত্যে মাহমুদ কামাল, ২০১৪ সনে সাংবাদিকতায় রফিকুল ইসলাম রতন ও সাহিত্যে আশরাফ মীর, ২০১৫ সনে সাংবাদিকতায় মোস্তফা বাবুল ও সাহিত্যে সোহরাব পাশা।
সন্ধ্যা সাড়ে ৬ টায় ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্টিত পদক বিতরণীতে সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি ও জেলা প্রশাসক মোঃ খলিলুর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে পদকপ্রাপ্ত গুণীজন দের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রী মুক্তিযোদ্ধা অধ্যক্ষক্ষ মতিয়র রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি ফারমার্স ব্যাংক লিঃ এর অডিট চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মাহবুবুল হক চিশতি। ময়মনসিংহ প্রেসক্লাব পদক উপ-কমিটির আহ্ববায়ক অধ্যাপক আতিকুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন প্রেসক্লাবের সাধারন সম্পাদক বাবুল হোসেন। অনুষ্ঠানে ময়মনসিংহ প্রেসক্লাবের সদস্য ছাড়াও নেত্রকোনা জেলাসহ বৃহত্তর ময়মনসিংহের বিভিন্ন জেলার প্রেসক্লাবের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।