
ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের তারাকান্দা উপজেলার সুজন ওরফে চেতন পন্ডিত হত্যা মামলার রায়ে তিনজনকে মৃত্যুদ- ও পঞ্চাশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাস কারাদময়মনসিংহে সুজন হত্যার দায়ে
তিনজনের মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে ময়মনসিংহের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মিয়াজী শহিদুল আলম চৌধুরী এ রায় ঘোষনা করেন। মৃত্যুদ-প্রাপ্তরা হলো একই উপজেলার লাউটিয়া গ্রামের মো. ইন্তাজ আলীর ছেলে মো. আকবর আলী, মো. জালাল উদ্দিনের ছেলে তানভীর হাসান আনিছ ও আব্দুস সোবহানের ছেলে মো. আকরাম হোসেন। রায় ঘোষণার সময় আকরাম হোসেন পলাতক ছিলেন।
২০১১ সালের ৩০ আগস্ট সন্ধ্যা সোয়া ৬টা থেকে রাত দশটার মধ্যে তারাকান্দা উপজেলার লাউটিয়া গ্রামের সুজন ওরফে চেতন পন্ডিতকে হত্যার পর লাশ প্রতিবেশি আব্দুল মালেকের ফিসারির দক্ষিণ-পশ্চিম কোণে ইউনিয়ন পরিষদের রাস্তার ওপর ফেলিয়া রাখে। এব্যাপারে তারাকান্দা থানায় মামলা দায়ের করা হলে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। আদালতে দুইজন প্রত্যক্ষদর্শী ও আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদানসহ আটজনের সাক্ষ্য প্রমাণ শেষে আসামি মো. আকবর আলী, তানভীর হাসান আনিছ ও মো. আকরাম হোসেনকে মৃত্যুদন্ডে দন্ডিত করেন। রায়ে প্রত্যেক আসামিকে পঞ্চাশ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ছয় মাস কারাদন্ডের আদেশ দেন।