মদনে স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে সভাপতি লিটন সম্পাদক তোফায়েল

মদন প্রতিনিধি : নেত্রকোনার মদন উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে লিটন মিয়া বাঙ্গালীকে সভাপতি ও তোফায়েল আহম্মদ খানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
রোববার সন্ধ্যায় উপজেলা পাবলিক হল মুক্ত মঞ্চে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ মারুফ হাসান খান (অভ্র) কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে ৩ বছর মেয়াদের এ কমিটি ঘোষণা দেন।
এ সময় কেন্দ্রীয় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এ্যাডভোকেট মোল্লা মোঃ আবু কাওছার, যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়,কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা শফী আহমেদ ,কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম বেপারী, কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সারোয়ার মোর্শেদ আকন্দ জাস্টিস,ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল সায়েম,সহ-প্রধান কল্যাণ সম্পাদক শাখাওয়াত হোসেন কবির,শাহ মোঃ ফকরুল ইসলাম ফিরোজসহ দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।