জেন্ডার ভিত্তিক সহিংসতা বন্ধে বিএনপিএস-এর প্রচারাভিযান

বারহাট্টা প্রতিনিধি : “কেউই রবে না পিছে: নারী ও মেয়ে শিশুর নির্যাতনমুক্ত জীবন চাই” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস) বারহাট্টা কেন্দ্র অফিস শুরু করেছে জেন্ডার ভিত্তিক সহিংসতা বন্ধে ১৬ দিনের প্রচারাভিযানের নানামুখি কর্মসূচী।
শনিবার থেকে ২৫ নভেম্বর সকাল ১০ টায় মহাজনপাড়াস্থ বিএনপিএস বারহাট্টা কেন্দ্র অফিসে নানা বয়সী ৫০০ থেকে ৬০০ নারী পুরুষের বর্ণিল অংশগ্রহনের মধ্য দিয়ে একটি বিশাল র‌্যালী বারহাট্টার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্ত¦রে গিয়ে শেষ হয়। এ উপলক্ষে একটি রিক্সা র‌্যালী বারহাট্টা থেকে মোহনগঞ্জ উপজেলা হয়ে বারহাট্টায় এসে শেষ হয়। এছাড়াও উপজেলা( বারহাট্ট) চত্ত¦রে র‌্যালী উত্তর সমাবেশে বক্তব্য রাখেন প্রকল্প সমন্বয়কারী সঞ্চিতা মল্লিক,উন্নয়ন কর্মকর্তা মাজহারুল ইসলাম, উপজেলা সমন্বয়কারী হাসান ইকবাল রাসেল, গোলাম সারওয়ার, কেন্দ্র ব্যবস্থাপক ও সুরজিত কুমার ভৌমিক। এছাড়াও বিশেষ আয়োজনে কিশোর কিশোরীদের নিয়ে সহিংসতাবিরোধী একটি রিক্্রা শোভাযাত্রা বারহাট্টা উপজেলা হতে শুরু করে মোহনগঞ্জ হয়ে পুনরায় বারহাট্টা উপজেলায় এসে সমাপ্তি ঘটে। নানামুখি আয়োজন চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত। ১০ ডিসেম্বর রোকেয়া দিবস ও মানবাধিকার দিবস এর আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে প্রচারাভিযানের।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।