আটপাড়ায় স্ত্রীকে হত্যার পর থানায় স্বামীর আত্মসর্মপন

বিশেষ প্রতিনিধি: নেত্রকোনার আটপাড়ায় নিজ বসত ঘরে স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে স্বামী। এ ঘটনার পর নাটকীয় ভাবে স্বামী সকালে আপপাড়া থানায় হত্যার দায় স্বীকার করে আত্মসর্মপণও করেছে। নিহতের নাম রুমা আক্তার (৩৫) । সে আটপাড়া উপজেলার সুখারী ইউনিয়নের দক্ষিণ সুখারী এলাকার জামাল উদ্দিন সরকারের স্ত্রী। ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার রাতে রুমার স্বামী জামাল পারিবারিক কলহের জের ধরে রুমাকে গলাটিপে ও ধারালো অস্ত্র দিয়ে উর্পযুপুরি কুপিয়ে তাকে হত্যা করে। সকালে স্ত্রীকে হত্যার পর আটপাড়া থানায় নিজের দোষ স্বীকার করে আত্মসর্মপনও করে। আটককৃত স্বামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত এটিএম মাহমুদুল হাসান  জানান, জামাল হত্যার দায় স্বীকার করে থানায় আত্মসর্মপন করেছে। জামাল এর আগে ২০০৭ সালে একই ভাবে তার ছোট ভাই জালাল উদ্দিন সরকারের স্ত্রীকে হত্যা করার পর থানায় এসে আত্মসর্মপন করে। পরে তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়। এ নিয়ে অভিযুক্ত কয়েক বছর কারা ভোগের পর উচ্চ আদালত থেকে জামিননে মুক্ত হয়ে আবার এ হত্যা কান্ড ঘটিয়েছে।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।