কলমাকান্দায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

কলমাকান্দা  প্রতিনিধি: নেত্রকোণার কলমাকান্দায় পৃথক পৃথক স্থানে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে।
হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে কলমাকান্দা উপজেলার পাঁচকাঠা গ্রামের সিদ্দিক মিয়ার দেড় বছর বয়সের ছেলে আকাশ মিয়া বাড়ির উঠানে খেলছিল। এরই এক পর্যায়ে বাড়ির সকলের অগোচরে শিশু আকাশ উঠানের পাশের পুকুরে ডুবে যায়। পরে বাড়ির লোকজন ওই পুকুর থেকে শিশু আকাশকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। একই দিন বিকেলে উপজেলার বাগজান গ্রামের আয়নাল মিয়ার দেড় বছর বয়সের শিশু কণ্যা আমেনা খেলতে খেলতে বাড়ির পিছনের ডোবায় পড়ে যায়। পরে ওই শিশুটিকে তার পরিবারের লোকজন ডোবা থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। একই দিন বিকেলে উপজেলার কূতিগাও গ্রামের মামার বাড়িতে বেড়াতে আসা পার্শ্ববর্তী বারহাট্টা উপজেলার চাকুয়া গ্রামের মামুন মিয়ার দেড় বছর বয়সের শিশু কণ্যা মাইমুনা বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায়। পরে ওই শিশুটিকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।