সঠিক সময়ে হাওরের ফসল রক্ষা বাধঁ নির্মাণের দাবীতে খালিয়াজুরীতে মানববন্ধন

বিশেষ প্রতিনিধি: সঠিক সময়ে হাওরের ফসল রক্ষা বাধঁ নির্মাণের দাবীতে নেত্রকোনার খালিয়াজুরীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার দুপুরে উপজেলা পরিষদের সামনে হাওর রক্ষায় তারুন্যের আর্তনাদ নামে একটি স্বোচ্ছাসেবী সংগঠন এ মানববন্ধনের আয়োজন করে।
ঘন্টাব্যাপীএ মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনটির সভাপতি স্বাগত সরকার শুভ, মানিক তালুকদার, জাহাঙ্গীর চন্দ্র দে সহ এলাকার শতাধিক সাধারণ কৃষক। এসময় বক্তারা সঠিক সময়ের মধ্যে পিআইসি কমিটির বাদ দিয়ে প্রশাসনের মাধ্যমে হাওরের ফসল রক্ষা বাধঁ নির্মাণের দাবী জানান।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।