নেত্রকোনা জেলা প্রশাসনের বার্ষিক প্রতিবেদন প্রকাশ

বিশেষ প্রতিনিধি: নেত্রকোনা জেলা প্রশাসনের ২০১৬-২০১৭ সনের সার্বিক কার্যক্রমের বার্ষিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।
বুধবার সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে বার্ষিক প্রতিবেদন পুস্তক আকারে প্রকাশ করা হয়।
প্রধান অতিথি হিসেবে প্রকাশনার মোড়ক উন্মোচন করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জি.এম. সালেহ উদ্দিন। জেলা প্রশাসক ড. মুশফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,পুলিশ সুপার জয়দেব চৌধুরী, জেলা পরিষদ চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়,জেলা পরিষদের প্রধান নির্বাহী বাবর আলী মীর, সদর উপজেলা চেয়ারম্যান এস.এম. কামরুল হাসান শাহীন প্রমুখ।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।