
বিশেষ প্রতিনিধি: বিড়ি শ্রমিক ফেডারেশনের নেত্রকোনা জেলা শাখার উদ্যোগে জেলা পাবলিক হলের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ।
বিড়ি শ্রমিক ফেডারেশনের নেত্রকোনা জেলা শাখার সভাপতি আবুল কাশেম এর সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা পরিষদ চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, বিড়ি শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি আমিন উদ্দিন বিএসসি, বিড়ি শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এমকে বাঙালী, জেলা রেডক্রিসেন্টের সেক্রেটারী গাজী মোজাম্মেল হোসেন টুকু, বিড়ি শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুর রহমান, বিড়ি শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হারিক হোসেন,সদস্য শামীম ইসলাম, ফেডারেশনের নেত্রকোনা জেলা শাখার সম্পাদক আদ্বুল গফুর প্রমুখ।
সিগারেটের চতুর্থ স্লাব বাতিলসহ ও বিড়ির ওপর অতিরিক্ত শুল্ক কমানোর দাবীতে নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।