
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর ন্যায় বিচার প্রাপ্তির পথকে সহজ করার লক্ষ্যে নেত্রকোনায় গ্রাম আদালত প্রকল্পের চলমান কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা এবং করনীয়’ শীর্ষক অর্ধবার্ষিক সমন্বয়ক ঐ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও স্থানীয় সরকার বিভাগের আয়োজনে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
মাদারীপুর লিগেল এইড এসোসিয়েশন (গখঅঅ) এর সহযোগিতায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাঃ খালিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা প্রশাসক ড. মোঃ মুশফিকুর রহমান। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মদ শাহজাহান মিয়া, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মির্জা শাকিলা, প্রকল্পের প্রধান সমন্বয়কারী খান মোঃ শহীদ সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ ও সাংবাদিকবৃন্দ।
সভায় স্থানীয়ভাবে সহজে, কম খরচে, দ্রুত এবং স্বচ্ছ প্রক্রিয়ায় বিরোধ নিষ্পত্তি করা এবং অন্যায়ের প্রতিকার লাভের জন্য তৃণমূলের দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠী, বিশেষ করে নারীদের সক্ষমতা বৃদ্ধি করার উপর আলোচনা হয়।