
ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ভুরিভোজ ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে বিশ্ব শিশু দিবস পালন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘তারুণ্য’। সোমবার দুপুরে দিবসটি উপলক্ষে বাকৃবি’র বৈশাখী মঞ্চে ‘একবেলা হাসিমুখ’ নামে এক কর্মসূচীর আয়োজন করে সংগঠনটি।
অনুষ্ঠানে শিশুদের সঙ্গে একবেলা ভুরিভোজ, বিভিন্ন ধরণের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী ছাড়াও শিশুদের বিনোদন দিতে তারুণ্য সদস্যরা গান, নাচ কবিতা আবৃত্তি, গল্প, কৌতুক পরিবেশন করে।
অনুষ্ঠানে তারুণ্য সদস্য মাজহার রক্সি, মিঠুন সরকার, রৌদ্র, হিমেল, উবায়দুল, এনামুল, কবির, মুক্তা, শারমিন, ইতি, রিফাত, রাকিব, লাভলু প্রমুখ উপস্থিত ছিলেন।