পূর্বধলায় প্রতিবন্ধি কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার-১

পূর্বধলা প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলায় আশ্রায়ন প্রকল্পের এক প্রতিবন্ধি কন্যা শিশুকে (১৩) ধর্ষণের অভিযোগে সোমবার বিকালে পূর্বধলা উপজেলার ঘাগড়া ইউনিয়নের দুগাছি গ্রামের মৃত কদর আলীর ছেলে মুনসুর আলী (৪৮) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পূর্বধলা থানার পুলিশ।
পুুলিশ সূত্রে জানাযায়, গত ১৯ অক্টোবর রাতে উপজেলার ঘাগড়া ইউনিয়নের দুগাছি আশ্রায়ন প্রকল্পে বসবাসকারী মানসিক প্রতিবন্ধি একটি কন্যা শিশুকে প্রকল্পের একটি নির্জন কক্ষে শিকলে বাঁধা অবস্থায় প্রতিবেশী মুনসুর আলী নামে এক পাষন্ড ধর্ষন করে । এ সময় শিশুটির চিৎকারে তার মা ও স্থানীয়রা এগিয়ে আসলে ধর্ষক পালিয়ে যায়।
পূর্বধলা থানার অফিসার-ইন-চার্জ (ওসি) অভিরঞ্জন দেব জানান, এ ঘটনায় ধর্ষিতা প্রতিবন্ধি শিশুর মা সেলিনা বেগম বাদী হয়ে গত ১০ নভেম্বর মুনসুর আলীকে আসামী করে পূর্বধলা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করে। মামলা দায়েরের পর থেকে ধর্ষক মুনসুর আলী পলাতক থাকলেও গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে পূর্বধলা থানার উপ-পরিদর্শক (এসআই) এমদাদুল হক, এএস আই ফেরদৌস ও সঙ্গীয় ফোর্স তাকে মাদারীপুরের শিবচর থানার সূর্য্য নগর এলাকা থেকে গ্রেফতার করে।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।