
বিশেষ প্রতিনিধি: নেত্রকোনায় এক সপ্তাহের মধ্যে মাদক সহ দুই পৌর কাউন্সিলরকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়,গাঁজাসহ শনিবার রাত পৌনে ৯টার দিকে নেত্রকোনা পৌরসভার এক নং ওয়ার্ডের কাউন্সিলর আবুল কালাম খোকনকে আটক করা হয়েছে। খোকন গাজা সেবন করছিলেন এবং তার কাছ থেকে গাঁজা উদ্ধারও করা হয়েছে।
এর আগে ১৩ নভেম্বর সোমবার দুপুর ১টা ১৫ মিনিটের দিকে প্রায় ১১ লাখ টাকার হিরোইনসহ নেত্রকোনা পৌরসভার তিন নং ওয়ার্ডের কাউন্সিলর শফিকুল ইসলাম খান খোকনকে পুলিশ নেত্রকোনা শহরের সুইপার কলোনী থেকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১২ নং মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও গত ৬ নভেম্বর জেলার মদন উপজেলার কাইটাইল ইউনিযনের মোজাম্মেল হক নামের আরো একজন ইউপি সদস্যকে ইয়াবাসহ গ্রেফতার করে পুলিশ ।
এক নং ওয়ার্ডের কাউন্সিলর আবুল কালাম খোকনকে শহরের ষ্টেশন রোডের নিজ বাসা থেকে আটক করা হয়। তিনি পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক।
নেত্রকোণা মডেল থানার ওসি আমীর তৈমুর ইলী জানান, গোপন খবরের ভিত্তিতে পৌর কাউন্সিলরকে নিজ ঘরেই গাঁজা সেবন অবস্থায় আটক করা হয়েছে। এ সময় তল্লাশি চালিয়ে তার কাছে থেকে সেবন ছাড়াও আড়াইশ গ্রাম গাঁজা পাওয়া গেছে। মাদক সেবনকারী আটককৃত কাউন্সিলরের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদক আইনে মামলা করেছে।
তিনি আরো জানান, মাদক নিয়ন্ত্রণে এধরণের অভিযান অব্যাহত থাকবে।