ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ইমাজের্ন্সী এন্ড ক্যাজুয়ালটি ওয়ান স্টপ সার্ভিস উদ্বোধন

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে ইমাজের্ন্সী এন্ড ক্যাজুয়ালটি(ই এন্ড সি) ডিপার্টমেন্টের ওয়ান স্টপ সার্ভিস। বাংলাদেশে এটিই প্রথম এ ধরনের সেবা।গত কাল রবিবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের কনফারেন্স হলে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: নাছির উদ্দীন আহমদ সার্ভিস সেন্টারটি উদ্বোধন করেন। এখন থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ান স্টপ সার্ভিস চালু হওয়ায় জরুরি স্বাস্থ্যসেবা নেয়ার জন্য রোগিরা এক জায়গা থেকেই বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করতে পারবেন। এতে রোগিদের ভোগান্তি কমবে, সময় বাঁচবে এবং দ্রুত সেবার নিশ্চয়তা পাবে।এ সময় ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. মো: আনোয়ার হোসেন, স্বাস্থ্য বিভাগের বিভাগীয় পরিচালক ডা. নুর মোহাম্মদ, বি এম এ’র কেন্দ্রীয় পরিষদ সহ-সভাপতি প্রফেসর ডা. আ ন ম ফজলুল হক পাঠান, বি এম এ’র ময়মনসিংহের সভাপতি ডা. মো: মতিউর রহমান ভূঁইয়া, সাধারণ সম্পাদক ডা. এইচ.এ. গোলন্দাজ তারা, উপ-পরিচালক ডা.লক্ষ্মী নারায়ন মজুমদারসহ কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।