
স্টাফ রিপোর্টার: বঙ্গবন্ধুকে হত্যার প্রতিবাদকারী প্রতিরোধ যোদ্ধাদের মাঝে শহীদ হওয়া নেত্রকোনার প্রতিরোধ যোদ্ধাদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল সাড়ে তিনটায় স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণে সাধারণ যোদ্ধা পরিষদ (জাতির পিতা হত্যার সশ্রস্ত্র প্রতিরোধ যোদ্ধাদের সংগঠন) এই আলোচনা সভার আয়োজন করে।
১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপরিবারে হত্যার প্রতিবাদকারী যারা সশস্ত্র প্রতিরোধ যুদ্ধে অংশ নিয়ে জীবন দিয়ে গেলেন তাদের অন্যতম নেত্রকোনা জেলার শহীদ রাধা রমন রায় জান্টু ও শ্যামগঞ্জের তাত্রাকান্দা গ্রামের শহীদ রজব আলী সহ সকল শহীদ প্রতিরোধ যোদ্ধাদের স্মৃতির স্মরণে প্রথমবারে মতো এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আওয়ামীলীগ নেতা প্রতিরোধ যোদ্ধা মজিবুর রহমান জজের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু। আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন বাংলাদেশ সুপ্রীম র্কোট আইনজীবী এবং সম্ভাবনা সোসাইটির চেয়ারম্যান মজিবুর রহমান।
এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক পৌর মেয়র নজরুল ইসলাম খান, জেলা আলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল হোসেন, এটিএন নিউজের সিনিয়র সাংবাদিক মাসুদুল হক, সাবেক ছাত্র নেতা শামছুর রহমান লিটন ও সুভাস রায় প্রমুখ। সভায় আলোচনায় অংশগ্রহন করেন সশস্ত্র প্রতিরোধ যোদ্ধা কমান্ডার মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম বেগ ও কমান্ডার মুক্তিযোদ্ধা বাবু সুষেন তালুকদার রান।