নেত্রকোনা জেলা ছাত্রদলের সভাপতিসহ ৬ নেতাকর্মী গ্রেফতার

বিশেষ প্রতিনিধি: নেত্রকোনা জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ হোসেন বাবুসহ ৬জন ছাত্রদলের নেতাকর্মীকে শনিবার গ্রেফতার করেছে নেত্রকোনা মডেল থানার পুলিশ।
দলীয় নেতাকর্মীরা জানায়, কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরামুল হাসানের গ্রেফতারের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে জেলা ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশ করার জন্য শনিবার বিকাল পৌনে ৪টার দিকে জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ হোসেন বাবু’র নাগড়াস্থ বাসার সামনে জড়ো হতে থাকলে পুলিশ সেখানে ঝটিকা অভিযান চালিয়ে জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ হোসেন বাবুসহ ৬ জন নেতাকর্মীকে গ্রেফতার করে। গ্রেফতার কৃতরা হলেন, আটপাড়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক হাসান মাহমুদ সৌরভ, মদন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাফায়েত হোসেন সাকী, কাওসার বাবু, রেজোয়ান কবীর, কাওসার আহমেদ শুভ।
এ ব্যাপারে নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ আমীর তৈমুর ইলী’র সাথে যোগাযোগ করলে তিনি ৬ জনকে গ্রেফতারের কথা স্বীকার করে বলেন, নাশকতা ও অস্থিতিশীল পরিবেশ তৈরীর পরিকল্পনার অভিযোগে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।