
কলমাকান্দা প্রতিনিধি: নেত্রকোনার কলমাকান্দায় সীমান্তবর্তী রংছাতি ইউনিয়নের বানাইকোনা গ্রামের ধানক্ষেত থেকে অজ্ঞাত যুবতীর (২২) লাশ উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে কৃষকরা ধান ক্ষেতে কাজ করতে গিয়ে লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনার স্থলে গিয়ে লাশ উদ্ধার করে কলমাকান্দা থানায় নিয়ে আসে। পুলিশ ও এলাকাবাসীর ধারণা অনুমান ৪/৫দিন আগে এ যুবতীকে হত্যা করে লাশ ফেলে গেছে দুর্বৃত্তরা। নিহতর পড়নে কালো বোরকা ছিল। এ ব্যাপারে ওসি একেএম মিজানুর রহমান জানান, বানাইকোনা এলাকা থেকে অজ্ঞাত লাশটি উদ্ধার ও আলামত জব্দ করা হয়েছে। রোববার সকালে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে।