
বিশেষ প্রতিনিধি: মাদক ও বাল্য বিয়েকে “না” বলুন শ্লোগানকে সামনে রেখে নেত্রকোনায় সাইকেল র্যালী অনুষ্ঠিত হয়েছে। বেসরকারী সংগঠন বাংলাদেশ নারী প্রগতি সংঘ এর সহযোগিতায় ইসলামপুর ইয়ুথগ্রুপ আয়োজিত র্যালী কর্মসুচিতে নেত্রকোনার দশটি ইয়ুথ গ্রুপের ১০০ জন কিশোর কিশোরী অংশগ্রহন করে।
পূর্ব চন্দ্রনাথ ডিগ্রী কলেজ মাঠে অনুষ্ঠিত উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে র্যালীর উদ্ভোধন করেন জেলা প্রশাসক ড. মো: মুশফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জয়দেব চৌধুরী, নারী প্রগতি সংঘ নেত্রকোণা কেন্দ্রের ব্যবস্থাপক আলী আমজাদ খান, উন্নয়ন কর্মকর্তা মৃনাল কান্তি চক্রবর্তী, নিলয় মটরস লি: এর বিভাগীয় প্রতিনিধি বিশ্বজিত ভট্রাচার্য, চন্দ্রনাথ ডিগ্রী কলেজের প্রিন্সিপাল বিলকিস আক্তার রেহেনা, স্থানীয় কাউন্সিলর আঃ হেলিম, মালনী কমিউনিটি ফোরাম সভাপতি আঃ ওয়াহাব, সম্পাদক শাহজাহান মিয়া ও ইয়ুথ গ্রুপের প্রতিনিধি শরীফ আহমেদ। এসময় জেলা প্রশাসক বলেন, যে ইয়ুথ গ্রুপের নেতৃত্বে তরুন প্রজন্ম আজ যে ভাবে মাদক ও বাল্য বিয়ের বিরুদ্ধে একতাবদ্ধ হয়েছে তা প্রশংসার দাবীদার। তবে শুধু মাত্র র্যালী করেই বসে থাকলে হবেনা বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমেই পরিবার ও সমাজ থেকে মাদক ও বাল্যবিয়ের মতো ব্যাধি দূর করতে হবে। প্রশাসন সবসময় পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
বিশেষ অতিথি পুলিশ সুপার বলেন, যে যুব সমাজ যে কোন কঠিন কাজ বাস্তবায়নে সব সময় এগিয়ে আছে,আজকে নারী প্রগতির সহযোগিতায় ইয়ুথ গ্রুপের সদস্যবৃন্দ যে উদ্যোগ গ্রহন করেছে আমি পুলিশ বিভাগের পক্ষ হতে তাদের সাধুবাদ জানাই। প্রশাসন ও পুলিশ বিভাগ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহন করেছে। পাশাপাশি বাল্যবিয়ের বিরুদ্ধে ও আমরা খবর পেলে তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহন করি। তিনি যে কোন সহযোগিতায় সরাসরি উনার সাথে যোগাযোগ করার পরামর্শ প্রদান করেন।
নারী প্রগতি সংঘের কেন্দ্র ব্যবস্থাপক আলী আমজাদ খান বলেন, নারী প্রগতি সংঘ সব সময় ইয়ুথদের উদ্ভুদ্ধকরনের মাধ্যমে সমাজের বিভিন্ন অনিয়ম ও অসামাজিক কাজের বিরুদ্ধে উদ্যোগ গ্রহনের জন্য উৎসাহ প্রদান করে থাকে। উদ্ভোধনী অনুষ্ঠানের পর চন্দ্রনাথ ডিগ্রী কলেজ থেকে এক বিশাল সুসজ্জিত সাইকেল র্যালী শহর প্রদক্ষিণ করে নেত্রকোণা সরকারী কলেজ, নাগড়া ও জেলা প্রশাসকের কার্যালয় হয়ে পূর্বকাটলী নারী প্রগতি সংঘের অফিসে এসে শেষ হয়। র্যালীটি আকর্ষনীয় করার জন্য নিলয় মটরস এর পক্ষ সৌজন্যে অংশগ্রহন কারীদের টি-শার্ট প্রদান করা হয়।