নেত্রকোনায় গ্রামীণ ঐতিহ্যের পিঠা উৎসব

স্টাফ রিপোর্টার: “এই হেমন্তে কাটা হবে ধান, আবারো শূণ্য গোলায় ডাকবে ফসলের বান, পৌষ পার্বণে প্রাণ-কোলাহলে ভরবে, গ্রামের নীরব শ্মশান” এই স্লোগানকে সামনে রেখে ১লা অগ্রহায়ন ১৪২৪ বঙ্গাব্দ বুধবার নানা আয়োজনে নেত্রকোনায় পালিত হয়েছে নবান্ন উৎসব।
নেত্রকোনা জেলা প্রশাসন ও সদর উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম কামরুল হাসান শাহীনের গ্রামের বাড়ী কাইলাটী ইউনিয়নের কাওয়ালীকোনা গ্রামে বুধবার সকাল ৯টায় আনুষ্ঠানিক ভাবে আমন ধান কেটে ও মাড়াই করে নবান্ন উৎসবের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মোঃ মুশফিকুর রহমান।
এ সময় জেলা ও উপজেলা পর্যায়ের সকল সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন শ্রেণী পেশার লোকজন ও সাংবাদিকগন উপস্থিত ছিলেন। এ উপলক্ষ্যে আবহমান গ্রাম বাংলার চিরায়িত ঐতিহ্য অনুযায়ী আলহাজ্ব মোঃ আব্দুল জব্বার-এর বাড়ীতে আমন্ত্রিত অতিথিদের বিভিন্ন ধরনের পিঠা পরিবেশন করা হয়।
পরে নবান্ন উৎসবের উদ্দেশ্য ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক যতীন সরকার, জেলা প্রশাসক ড. মুশফিকুর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু, জেলা পরিষদ চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়,জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিলাস চন্দ্র পাল,স্বাবলম্বী উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক বেগম রোকেয়া, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোঃ শাহ্জাহান, নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সম্পাদক শ্যামলেন্দু পাল ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম কামরুল হাসান শাহীন প্রমূখ।
পরে গ্রামীন খেলাধূলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।