
বিশেষ প্রতিনিধি: কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরামুল হাসান গ্রেফতার হওয়ার প্রতিবাদে শুক্রবার বিকেলে জেলা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
নেত্রকোনা সরকারী বিশ্ববিদ্যালয় কলেজের সামনে থেকে মিছিল বের হয়ে সরকারী টেকনিকেল কলেজের সামনে গিয়ে শেষ হয়। মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন- জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ হোসেন বাবু, সাধারণ সম্পাদক অনীক মাহবুব চৌধুরী, সহ সভাপতি ফারদিন চৌধুরী রিমি, যুগ্ন সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জিপু প্রমুখ। বক্তারা, শনিবার জেলার আওতার ছাত্রদলের সবক‘টি শাখায় বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয় এবং অবিলম্বে গ্রেফতার হওয়া আকরামুল হাসানের মুক্তির দাবী জানান।