কেন্দুয়ায় কথাসাহিত্যিক হাবিব আল আজাদকে চর্চা সাহিত্য আড্ডা পুরস্কার প্রদান

কেন্দুয়া প্রতিনিধি: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় কথাসাহিত্যিক হাবিব আল আজাদকে প্রথমবারের মত চর্চা সাহিত্য আড্ডা পুরস্কার ২০১৭ প্রদান করা হয়েছে। কথাসাহিত্যে অবদান রাখায় ৩৩টি গ্রন্থের লেখক হাবিব আল আজাদকে এ পুরস্কার প্রদান করা হয়। এ উপলক্ষে গত বুধবার সন্ধ্যারাতে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি কার্যালয়ে সাহিত্য সংস্কৃতিবিষয়ক সংগঠন চর্চা সাহিত্য আড্ডা এক অনুষ্ঠানের আয়োজন করে। পুরস্কার প্রদান অনুষ্ঠানে চর্চা সাহিত্য আড্ডার উপদেষ্টা বাউল কবি ইসলাম উদ্দিনের সভাপতিত্বে ও সমন্বয়কারী রহমান জীবনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মুকতাদিরুল আহমেদ। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মো. নূরুল ইসলাম, শিল্পকলা একাডেমি পদকপ্রাপ্ত লেখক প্রাবন্ধিক সন্তোষ সরকার, চর্চা সাহিত্য আড্ডার উপদেষ্টা গীতিকার মির্জা রফিকুল হাসান, উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দুয়া উপজেলা শাখার সভাপতি নাট্যকার রাখাল বিশ্বাস ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাংস্কৃতিক ব্যক্তিত্ব আশরাফ উদ্দিন ভূইয়া। অনুষ্ঠানে অনুভূতি ব্যক্ত করেন, পুরস্কারপ্রাপ্ত গুণীজন কথাসাহিত্যিক হাবিব আল আজাদ। আলোচনা শেষে পুরস্কারপ্রাপ্ত লেখককে উত্তরীয় পড়িয়ে তার হাতে নগত ৫ হাজার টাকা, স্মারকপত্র ও সনদপত্র তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি। পরে দ্বিতীয় পর্বে কবিতা আবৃত্তি করেন, কবি মামুন সিরাজী, এমএ আকবর, আশরাফ উদ্দিন ভূইয়া, মাহবুবা খান দীপান্বিতা, খান কাশেম, সুমন ভূইয়া ও শামসুল আরেফিন হীরা। শেষে মনোমুগ্ধকর সংগীতানুষ্ঠানে গান পরিবেশন করেন, বাউল ইসলাম উদ্দিন, শাহাবুল কাদির ভূইয়া, সুইটি আক্তার, আশরাফুল আলম স্বদেশী ও রিপন দরদী। চর্চা সাহিত্য আড্ডার সমন্বয়কারী রহমান জীবন জানান, সাহিত্য সংস্কৃতিতে অবদান রাখা গুণীজনদের পুরস্কার প্রদানের এমন আয়োজন আমাদের সংগঠন থেকে এটিই প্রথম। এ বছর প্রথমবারের মতো কথাসাহিত্যে চর্চা সাহিত্য আড্ডা পুরস্কারপ্রাপ্ত গুণীজন হাবিব আল আজাদ কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের গড়াডোবা (খরমহরী) গ্রামে ১৯৪৭ সালের ১ অক্টোবর জন্মগ্রহণ করেন।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।