কলমাকান্দায় কৃষি প্রনোদনা বিতরণ

শেখ শামীম,কলমাকান্দা প্রতিনিধি: নেত্রকোনার কলমাকান্দায় উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে শুক্রবার বন্যায় ক্ষতিগ্রস্থ ৫ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে কৃষি প্রনোদনা বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আরিফুজ্জামানের সভাপতিত্বে ও কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ছবি বিশ্বাস। বক্তব্য রাখেন এসিল্যান্ড আশরাফুল ছিদ্দিক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি চন্দন বিশ্বাস, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আজাদ, জেল পরিষদ সদস্য ইদ্রিস আলী তালুকদার, উপজেলা কৃষকলীগ সভাপতি আবুল কালাম আজাদ, সাবেক কমান্ডার সুলতান গিয়াস উদ্দিন, সাবেক চেয়ারম্যান ইসলাম উদ্দিন, যুবলীগের সাধারণ সম্পাদক পলাশ কান্তি বিশ্বাস, ও ইউপি চেয়ারম্যান একেএম হাদিছুজ্জামান প্রমূখ। প্রতিকৃষক পরিবারকে ৫ কেজি ধান বীজ, ২০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার ও এক হাজার টাকা ব্যাংক একাউন্টের মাধ্যমে সহায়তা প্রদান করা হয়েছে।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।