গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে নেটওয়াকিং কর্মশালা

দুর্গাপুর প্রতিনিধি: দুর্গাপুর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে মাদারীপুর লিগাল এইড এসাসিয়েশন এর সহযোগিতায় ইউএনডিপি ও ইউরোপিয়ান এর অর্থায়নে বৃহস্পতিবার দিনব্যাপি সরকারী কর্মকর্তা ও এনজিওদের নিয়ে নেটওয়াকিং কর্মশালা অনুষ্টিত হয়।
অল্প সময়ে স্বল্প খরচে সঠিক বিচার পেতে,চল যাই গ্রাম আদালতে এই প্রতিপাদ্যকে সামনে রেখে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে কর্মসূচির অংশ হিসাবে এ কর্মশালা অনুষ্টিত হয়।
আউটরিচ (জিও, এনজিও)কর্মশালার সার্বিক সঞ্চালনার দায়িত্ব পালন করেন ইউএনডিপি প্রতিনিধি মোঃ আব্দুল্লাহ্ আল মুজাহিদ। এ কর্মশালার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মামুনুর রশীদ। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ এমদাদুল হক খান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান পারভীন অক্তার। সংশ্লিষ্ট প্রকল্পের জেলা প্রতিনিধি মোঃ আব্দুস সামাদ নয়ন, উপজেলা প্রতিনিধি মোঃ লিয়াকত হোসেন। অংশ গ্রহনকারীদের মধ্যে আলোচনায় অংশ নেন প্রেসক্লাব সভাপতি নিতাই সাহা, ব্র্যব মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচির নাজনিন সুলতানা, এনজিও সমন্বয় সভাপতি পংকজ মারাক, এইইডিএস নির্বাহী পরিচালক মোঃ শামীম, ইউ,পি চেয়াম্যান মোঃ সফিকুল ইসলাম, পারি এনজিওর প্রতিনিধি প্রফুল্ল হাজং, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা অক্তার, সমাজ সেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম প্রমূখ।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।