
স্টাফ রিপোর্টার: চাঁদাবাজি, সন্ত্রাস, জঙ্গীবাদ, মৌলবাদ, সর্বনাশা মাদক ও জুয়া খেলার করাল গ্রাস থেকে যুব সমাজকে রক্ষার লক্ষ্যে নেত্রকোনা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সোমবার থেকে জেলা শহরের মোক্তারপাড়া মাঠে শুরু হয়েছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট।
বেলা ২টায় নেত্রকোনা জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি পুলিশ সুপার জয়দেব চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মোঃ মুশফিকুর রহমান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আটপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মোঃ খায়রুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাইদুর রহমান, সহ-সভাপতি শামীম খান টিটো, মুখলেছুর রহমান, আবু নাসের মিলু, হাজী এইচ আর খান পাঠান সাখিসহ ১০ উপজেলার নির্বাহী অফিসারগন এবং ক্রীড়া সংস্থার অন্যান্য কর্মকর্তাবৃন্দ। জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জানান, টুর্ণামেন্টে ১০ উপজেলা থেকে ১০টি টিম অংশ গ্রহন করছে। উদ্বোধনী খেলায় অংশ গ্রহন করে আটপাড়া উপজেলা একাদশ বনাম মোহনগঞ্জ উপজেলা একাদশ।
প্রধান অতিথি ভাষনে জেলা প্রশাসক ড. মোঃ মুশফিকুর রহমান এই ফুটবল টুর্ণামেন্ট সফল ভাবে সম্পন্ন করার জন্য জেলা ক্রীড়া সংস্থার সকল সদস্য, রেফারী, লাইন্সম্যান ও ক্রীড়ামোদী দর্শকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।