
বিশেষ প্রতিনিধি: নেত্রকোনা মডেল থানার পুলিশ সোমবার দুপুরের দিকে সুইপার কলোনীতে ঝটিকা অভিযান চালিয়ে এক পৌর কাউন্সিলরসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ আমীর তৈমুর ইলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোনা মডেল থানার পুলিশ সোমবার দুপুর ১টা ১৫ মিনিটের দিকে সুইপার কলোনী থেকে নেত্রকোনা পৌরসভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ শফিকুল ইসলাম খান খোকন (৪৫)ও লাবনী আক্তার (৩০) নামক দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তাদের দেহ তল্লাশী চালিয়ে কাউন্সিলর খোকনের কাছ থেকে ১শত ১০ গ্রাম হেরোইন ও লাবনী আক্তারের কাছ থেকে ১১ পিস ইয়াবা উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ১১ লক্ষ টাকা। তিনি আরো জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১২ নং মামলা দায়ের করা হয়েছে।