নেত্রকোনায় ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

সৌমিন খেলন : নেত্রকোনা সদরের মৌগাতী ইউনিয়নে ২৫ বোতল ফেনসিডিলসহ মোকসেদ মিয়া (২৫) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে মৌগাতী ইউনিয়নের হাটখলা বাজার থেকে তাকে আটক করা হয়। তিনি পূর্বধলা উপজেলার গোজালীকান্দা গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে। নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ ছানোয়ার হোসেন অভিযান চালিয়ে মোকসেদকে আটক করেন। অভিযানে অংশ নেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কার্যালয়ের উপ-পরিদর্শক (এসআই) জয়নুল, নূর নবী, বদরুল ও পুলিশ সদস্য ফজলু, মশিউল ও জিহাদ। এ ঘটনায় মোকসেদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।