নেত্রকোনায় পৌরসভা এসোসিয়েশনের পূর্ণ দিবস কর্ম বিরতি

মোঃ তোফাইল ইসলাম শাহীন: বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন নেত্রকোনা পৌর সভার আয়োজনে এবং বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির আহবানে সোমবার সকাল ৯টা হতে বিকেল ৫টা পর্যন্ত পূর্র্ণ দিবস কর্ম বিরতি পালিত হয়েছে। পৌর কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা ও পেনশন সহ অন্যান্য সুবিধা রাষ্ট্রীয় কোষাগার হতে প্রদানের দাবীতে পূর্ণ দিবস কর্ম বিরতি পালন করা হয়। নেত্রকোনা পৌর ভবনের নিচতলায় কর্ম বিরতি অনুষ্ঠানে বক্তব্য রাখেন,বিভাগীয় কমিটির সভাপতি মোঃ কামরুল হক , কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক মোঃ ইসাক আলী , বিভাগীয় কমিটির উপদেষ্টা মোঃ ইউনুছ আলী , ময়মনসিংহ জেলা কমিটির সাধারন সম্পাদক আতাউর রহমান , ময়মনসিংহ বিভাগীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক মোঃ হুমায়ুন কবীর তালুকদার , কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মোঃ বিল্লাল হোসেন , ময়মনসিংহ বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা কমিটির সাধারন সম্পাদক কামরুল হাসান মামুন , নেত্রকোনা পৌরসভার প্রকৌশলী কাজী নূরন নবী, ময়মনসিংহ বিভাগীয় কমিটির সম্মানিত সদস্য ও পৌর সচিব মোহম্মদ ফারুক ওয়াহিদ. সহকারী প্রকৌশলী জাহিদুল হাসান পৌর পানি সরবরাহের সহকারী প্রকৌশলী নৃপেন্দ্র সরকার এসোসিয়েশনের সভাপতি মোঃ রফিকুল ইসলাম হাওলাদার মিলন, সিনিয়র সহ সভাপতি মোঃ গিয়াস উদ্দিন, সহ সভাপতি জাহাঙ্গীর আলম ও সিদ্দিক আহমেদ, ময়মনসিংহ বিভাগীয় কমিটির, যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল হক খান টিপু, সহ সাধারণ সম্পাদক বিভূতি ভূষণ সাহা, সাংগঠনিক সম্পাদক সোহেল আল মাসুদ রাসেল, কোষাধ্যক্ষ ওয়ারেছ উদ্দিন খান, দপ্তর সম্পাদক রনি সাহা, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক কামরুল আহসান কামরুল, পৌরসভার হিসাব রক্ষন কর্মকর্তা নুরুল ইসলাম, সদস্য মোঃ হানিফ ,নন্দন কুমার দত্ত। এসময় পৌরসভার সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় বক্তারা অবিলম্বে তাঁদের ন্যায্য দাবি বাস্তবায়নের জোর দাবি জানিয়েছেন ।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।