
দুর্গাপুর প্রতিনিধি: জনস্বার্থে পরিবেশ সংশ্লিষ্ট বিধি বর্হিভূত সাদামাটি উত্তোলন বন্ধে উচ্চ আদালতের নির্দেশনা এবং পরবর্তী পর্যবেক্ষণ সভা মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে ।
সভায় বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) এর গবেষণা কর্মকর্তা সোমনাথ লাহিড়ী এ বিষয়ে মূল বক্তব্য উপস্থাপন করেন। আদিবাসী নেতা মতিলাল হাজং এর সভাপতিত্বে কুল্লাগড়া ইউনিয়ন পরিষদ হলরুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাদা মাটি মাইন সংশ্লিষ্ট কুল্লাগড়া ইউনিয়নের চেয়ারম্যান সুব্রত সাংমা। অন্যান্যদের মাঝে আলোচনায় অংশ নেন মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম, মোহাম্মদ আলী, পিযুষ সাংমা, দুর্গাপুর প্রেসক্লাব সভাপতি নিতাই সাহা, সিনিয়র সাংবাদিক এসএম রফিকুল ইসলাম রফিক। পর্যবেক্ষণের বিষয় সমূহ হচ্ছে খনিজ সম্পদ নীতিমালা অনুযায়ী, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র, সংশ্লিষ্ট সকল দপ্তরে, ইউনিয়ন পরিষদ সহ কার্যক্রম পরিচালনা করতে গেলে এই বিষয় গুলোকে নিয়ে সংশ্লিষ্টদের গভীরভাবে পদক্ষেপ গ্রহণ করতে হবে। পাশাপাশি প্রত্যেকটি সাদামাটি মাইনিং এলাকায় সাইনবোর্ড আকারে সকল বিষয় সমূহ উল্লেখ থাকতে হবে। শ্রম আইন অনুযায়ী শ্রমিকদের ন্যায্যতা এবং শ্রমিকদের পরিবেশগত স্বাস্থ্য সংরক্ষণে বিশেষ ব্যবস্থা গ্রহণ আবশ্যক। এ সভায় মাইনিং কাজে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত অর্ধশতাধিক লোকজন উপস্থিত ছিলেন।