
বিশেষ প্রতিনিধি: নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়ন আ’লীগের উদ্যোগে শনিবার বিকেলে মাসকা বাজার প্রাঙ্গনে জনসভা অনুষ্ঠিত হয়।
মাসকা ইউনিয়ন আ’লীগের সভাপতি আবদুর রহমান খানের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন আলহাজ্ব ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু এমপি। এতে অন্যানোর মধ্যে বক্তব্য দেন- উপজেলা আ’লীগের সহ-সভাপতি মো. আবু তাহের, কেন্দুয়া পৌর আ’লীগের সাধারন সম্পাদক মাজহারুল ইসলাম জুয়েল, মাসকা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুস সালাম বাঙ্গালী, গড়াডোবা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান খান সোহাগ, পাইকুড়া ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক আজিজুর রহমান আরজু প্রমুখ।