
ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহে টানা তৃতীয়বারের মতো জেএফএ অনুর্ধ্ব-১৪ নারী ফুটবল দলের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় কলসিন্দুরের ফুটবল কন্যাদের আর্থিক অনুদান দিয়েছেন জেলা প্রশাসক (ডিসি) খলিলুর রহমান।
শনিবার দুপুরে জেলা প্রশাসকের বাসভবনে নারী ফুটবল দলকে এ আর্থিক অনুদান তুলে দেন জেলা প্রশাসক। এর আগে জেলা প্রশাসক খলিলুর রহমান ফুটবলকন্যাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় খলিলুর রহমান বলেন, ময়মনসিংহের ফুটবলকে অন্যরকম উচ্চতায় নিয়ে গেছে কলসিন্দুরের ফুটবল কন্যারা। তারা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ময়মনসিংহ’সহ গোটা দেশের জন্য একের পর এক গৌরব বয়ে আনছে। তারা এখন অপরাজেয়।