
এস,এম, সারোয়ার খোকন: নেত্রকোনার মোহনগঞ্জে শনিবার ঢাকাস্থ নেত্রকোনা জেলা সমিতি উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের বীজ সার ক্রয়ের জন্য নগদ অর্থ বিতরণ করেছে। এ উপলক্ষে উপজেলা হলরুমে ইউএনও মোঃ মেহেদী মাহমুদ আকন্দর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ঢাকাস্থ নেত্রকোনা জেলা সমিতি সহ সভাপতি আবু আক্কাছ আহম্মেদ, সাবেক যুগ্ন সচিব ড. অর্ধেন্দু শেখর রায়, আবু তৈয়ব খান প্রমুখ। ঢাকাস্থ নেত্রকোনা জেলা সমিতির প্রচার প্রকাশনা সম্পাদক মোহাম্মদ আলী জানান, মোহনগঞ্জ উপজেলায় ১০০’শ কৃষক কৃষানীর প্রত্যেককে ১হাজার করে বীজ সার ক্রয়ের জন্য ১লাখ টাকা বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মফিজুল ইসলাম নাফিজ,উপজেলা ভাইসচেয়ারম্যান সিরাজ উদ্দিন তাং, মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার বুলবুল, সুয়াইর ইউনিয়নের চেয়ারম্যান কামরুল হাসান, প্রেসক্লাব সভাপতি এস,এম, সারোয়ার খোকন, কালের কন্ঠের হাওরাঞ্চল প্রতিনিধি হাফিজুর রহমান চয়ন প্রমুখ।