
বারহাট্টা প্রতিনিধি: নেত্রকোনার বারহাট্টায় নদী ভাঙ্গনে ফসল রক্ষা বাঁধটি বিলীনের পথে। সাম্প্রতিক বন্যায় বারহাট্টা উপজেলার সাহতা ইউনিয়নে সাবানিয়াকান্দা, জালালপুর, গোডাধর, জয়ধর, বোয়ালজানা, নল্লা, মধুপুরের কয়েক হাজার একর জমি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। ভেঙ্গে গেছে ফসলি জমি রক্ষার বাঁধটি।
বারহাট্টা সাহতা ইউনিয়নে ধনাই নদীর পশ্চিম জনপদে প্রায় ২০ হাজার লোকের বাস। বন্যার প্রবল ¯্রােতে নদীপাড়ের বসতবাড়ী ও ফসল রক্ষার বাঁধটি ভেঙ্গে লক্ষমন ধানের ফসলি জমি বিনষ্ট হয়ে গেছে। সাবানিয়া গ্রামে ধনাই নদীর পশ্চিমে প্রায় ২ কিঃমিঃ বাধ ভেঙ্গে বন্যার পানি ঢুকেছিল। বাঁধের বিভিন্ন জায়গা ভেঙ্গে গভীর খালে পরিণত হয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাখাওয়াত হোসেন জানান নদী ভাঙ্গন, ফসল রক্ষা বাঁধ ও ক্ষতিগ্রস্থ ফসলী জমি পরিদর্শন করেছেন। এ ব্যাপারে উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। সম্প্রতি বারহাট্টা উপজেলা নির্বাহী অফিসার ফরিদা ইয়াসমিন নদী ভাঙ্গন, ফসল রক্ষা বাঁধ ও ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেছেন। সরজমিনে গিয়ে জানা যায় এলাকাবাসী এন্ট্রাস মিয়া জানান নদী ভাঙ্গনে এলাকার প্রায় ২০ হাজার লোক ক্ষতিগ্রস্থ হয়েছে। সাবেক ইউ,পি সদস্য আব্দুল মন্নান জানান প্রায় ৫শ একর জমির ফসল নদী গর্ভে চলে গেছে। কৃষক স্বপন মিয়া বলেন এই নদী ভাঙ্গনের কারণে বেশ কিছু পরিবার এখন ভিটে ছাড়া হয়েছে। গত ০৭ নভেম্বর এলাকাবাসী একত্রিত হয়ে বারহাট্টা উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারক লিপি পেশ করেছেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ফরিদা ইয়াসমিন জানান আমি ইতিমধ্যেই ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্থ বাঁধটি নির্মাণের ব্যাপারে উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে দ্রুত পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন। যদি দ্রুত ভাঙ্গন এলাকা মেরামত করা না হয় তাহলে আসছে বোরো ফসল হুমকির মুখে পড়বে। আর এতে ক্ষতিগ্রস্থ হবে বারহাট্টা উপজেলার সাহতা, আটপাড়া উপজেলার শুনই, বানিয়াজান এবং স্বরমুশিয়া, নেত্রকোণা সদর উপজেলার আমতলা ইউনিয়নসহ ৫টি ইউনিয়নের হাজার হাজার একর ফসলী জমি। এলাকাবাসী দ্রুত সমস্যা সমাধানের দাবী জানান।