নেত্রকোনায় যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বিশেষ প্রতিনিধি: জেলা যুবলীগের উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে গতকাল শনিবার নেত্রকোনায় যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।
জেলা শহরের ছোট বাজারে স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গনে গতকাল শনিবার দুপুরে আলোচনা সভার অনুষ্ঠিত হয়। জেলা যুবলীগের আহ্বায়ক মাসুদ খান জনির সভাপতিত্বে ও যুগ্ম-আহ্বায়ক জামিউল ইসলাম খান জামির পরিচালনায় বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়র রহমান খান, সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আশরাফ আলী খান খসরু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও নেত্রকোনা পৌরসভার মেয়র নজরুল ইসলাম খান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নূর খান মিঠু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম, নেত্রকোনা সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি.এম.খান পাঠান বিমল, জেলা কৃষক লীগের সভাপতি কেশব রঞ্জন সরকার, জেলা জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক আশরাফ আলী সরকার, জেলা যুবলীগের সাবেক সভাপতি এ কে এম নজরুল ইসলাম ফকির, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক সাব্বির খান প্রিন্স প্রমুখ। শেষে যুবলীগের প্রতিষ্ঠালগ্ন থেকে যারা সভাপতি ও সম্পাদকের দায়িত্ব পালন করেছে তাদেরকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।