
স্টাফ রিপোর্টার: নেত্রকোনার আটপাড়া উপজেলার শুনই ইউনিয়ন কৃষকলীগের উদ্যোগে কৃষি উন্নয়নে সরকারের সাফল্য ও ভবিষ্যৎ পরিকল্পনা শীর্ষক কৃষক সমাবেশ ও মতবিনিময় সভা বৃহস্পতিবার সন্ধ্যায় আটপাড়ার গোয়তলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়েছে।
জানা যায়, কৃষি উন্নয়নে সরকারের সাফল্য ও ভবিষ্যৎ পরিকল্পনা শীর্ষক আলোচনার শুনই ইউনিয়ন কৃষক লীগের সভাপতি রুখশেদ মিয়ার সভাপতিত্বে আটপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি রাহাত বিশ্বাসের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা কৃষক লীগের সভাপতি বাবু কেশব রঞ্জন সরকার।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের উপদেষ্টা ম-লীর সাবেক সদস্য ও শুনই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বাবু চন্দন কুমার সরকার, নেত্রকোনা সরকারি কলেজের সাবেক ভিপি শাহিন,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বানিয়াজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেরদৌস রানা আনজু, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক ও শুনই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সানোয়ার উদ্দিন ছানো, আটপাড়া ডিগ্রি কলেজের প্রাক্তন অধ্যক্ষ নিরঞ্জন পাল সৈকত, উপজেলা আওয়ামীলীগ নেতা মিজানুর রহমান খান নন্দন, শুনই ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা লাল মিয়া, সাধারন সম্পাদক তানভীর হাসান কামাল, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক শামছুল হক, কেন্দুয়া উপজেলা কৃষক লীগের সাধারন সম্পাদক এডভোকেট রানা আহমেদ খান পাঠান মামুন, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম সমপাদক রুকুনুজ্জামান খান রোকন, উপজেলা স্বেচ্চাসেবক লীগের সভাপতি জহিরুল ইসলাম খান হীরা, বানিয়াজান ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আব্দুল হেলিম, তেলিগাতী ইউনিয়ন কৃষক লীগের সভাপতি জুয়েল তালুকদার প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে কেশব রঞ্জন সরকার বলেন, কৃষক বান্ধব দেশরতœ মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা সরকার কৃষকের ভর্তুকী, সহজ শর্তে কৃষি ঋণ, সময় উপযোগী সার ও বীজ প্রদানসহ বিভিন্ন কৃষি উন্নয়নে সরকারের সাফল্য ও ভবিষ্যৎ পরিকল্পনার, পাশাপাশি মৌসুমী পাখি এবং অতিথি পাখিদের কথায় অতীত না ভুলে, মাঠ পর্যায়ে এমনকি তৃনমূল পর্যায়ে যে নেতার গ্রহণযোগ্যতা আছে তার পাশে থাকবেন এবং আগামী দিনের নৌকার বিজয় অর্জনের লক্ষ্যে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন। পরে সেতুর বাজার এলাকায় শুনই ইউনিয়ন কৃষক লীগের অফিস উদ্ভোধন করেন।