শিরোপা কার হাতে, ময়মনসিংহ না ঠাকুরগাঁও?

মেয়েদের ফুটবল মানেই ময়মনসিংহের জয়জয়কার। জেএফএ অনূর্ধ্ব-১৪ জাতীয় ফুটবলের সর্বশেষ দুই আসরের চ্যাম্পিয়ন এ জেলার মেয়েরা। এবার তাদের সামনে হ্যাটট্রিক শিরোপার হাতছানি। শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনালে ময়মনসিংহের প্রতিপক্ষ ঠাকুরগাঁও।

কিছুদিন আগে জাতীয় অনূর্ধ্ব-১৬ দলের সদস্য সাবিনা ইয়াসমিন ইন্তেকাল করেছেন কয়েকদিনের জ্বরে। জেলার মেয়েরা সাবিনার জন্যই জিততে চায় ট্রফিটি।

বৃহস্পতিবার ফাইনালপূর্ব সংবাদ সম্মেলনে ময়মনসিংহ দলের অধিনায়ক ইয়াসমিন আক্তার বলেছেন,‘আমরা সাবিনার জন্যই চ্যাম্পিয়ন হতে চাই। চ্যাম্পিয়ন হয়ে যেতে চাই তার কবর জিয়ারত করতে।’

ফাইনালের লড়াইয়ে সাদা চোখে ময়মনসিংহই ফেবারিট। তবে দলের অধিনায়ক সেটা মনে করেন না। শিরোপা জয়ের প্রতিজ্ঞা তাদের থাকলেও ইয়াসমিন মনে করেন, একটা কঠিন লড়াই হবে ফাইনালে।

‘কে জিততে, কে হারবে বলা কঠিন। লড়াইটা হবে ফাটাফাটি। যারা নেটে গোল করতে পারবে তারাই জিতবে। আমরা কষ্ট করে ফাইনালে এসেছি। জেএসসি পরীক্ষার কারণে আমাদের ৬ জন খেলতে আসতে পারেনি।’-বলেছেন ময়মনসিংহের অধিনায়ক।

ঠাকুরগাঁয়ের সহ-অধিনায়ক বিথীকা কিসকুও জয়ের ব্যাপারে আশাবাদী। তিনি বলেছেন, ‘আমরা বিজয় অর্জন করতেই ঢাকা এসেছি। আশা করি বিজয় নিয়েই ঘরে ফিরবো। ফাইনাল পর্যন্ত এসেছি, এখন বিজয় আর সুনাম নিয়ে ঘরে ফিরতে চাই।’

ঠাকুরগাঁও এবারই প্রথম এ টুর্নামেন্টের ফাইনালে উঠেছে। তারা জিতলে নতুন চ্যাম্পিয়ন পাবে কিশোরীদের এ টুর্নামেন্ট। ময়মনসিংহ জিতলে তাদের হবে হ্যাটট্রিক। এবার কারা হাতে তুলবে ট্রফি? এ প্রশ্নের উত্তর মিলবে শুক্রবার।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।