আগামী বছর পাকিস্তান যাবে ওয়েস্ট ইন্ডিজ!

বিশ্ব একাদশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের পরই পাকিস্তান আশাবাদী হয়ে উঠেছিল, তাদের দেশে আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে বলে। তারই ধারাবাহিকতায় মাত্র কয়েকদিন আগে পাকিস্তান সফর করে গেলো শ্রীলঙ্কা। খেলে গেলো একটি টি-টোয়েন্টি ম্যাচ। চলতি নভেম্বরেই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার জন্য লাহোরে আসার কথা ছিল ওয়েস্ট ইন্ডিজের।

কিন্তু আবারও নিরাপত্তার শঙ্কা পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাকে বিলম্বিত করে দিচ্ছে। কারণ ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড ইতিমধ্যেই নিরাপত্তা শঙ্কার কারণে তাদের দলের পাকিস্তান সফর স্থগিত ঘোষণা করে দিয়েছে। তবে, পাকিস্তান ক্রিকেট বোর্ডের একটি সূত্র পিটিআইকে জানিয়েছে, আগামীবছর ফাঁকা সময় দেখে এই সিরিজের সূচিটা আবারও নির্ধারণ করা হবে।

পিসিবির সেই সূত্রটি পিটিআইকে বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজের কিছু খেলোয়াড়, যেমন ক্রিস গেইল, কাইরণ পোলার্ড কিংবা ডোয়াইন ব্র্যাভোর মত ক্রিকেটাররা নিরাপত্তার শঙ্কার কথা বলে পাকিস্তানে এসে খেলতে রাজি নয়। তারা সরাসরি জানিয়ে দেয়, পাকিস্তানে সিরিজটি হলে তারা কোনোভাবেই আসবে না।’

শীর্ষ খেলোয়াড় এবং ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের আপত্তির মুখে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড পাকিস্তানে এসে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি স্থগিত করে। পিসিবির সেই সূত্রটি জানায়, ‘এমনকি ওয়েস্ট ইন্ডিজ প্লেয়ার্স অ্যাসোসিয়েশন একটি নিরাপত্তা সংস্থার পাঠানো রিপোর্টে বিষয়ে বেশ সতর্কতামূলক বার্তা পাঠিয়েছে। এ কারণেই শঙ্কিত হয়ে সিরিজটি স্থগিত করার ঘোষণা দেয় তাদের বোর্ড।’

অন্যদিকে আরও একটি সূত্র জানাচ্ছে, লাহোরে এখন ধুলা এবং কুয়াশাচ্ছন্ন পরিবেশের কারণেও ওয়েস্ট ইন্ডিজ সিরিজটি স্থগিত ঘোষণা করে থাকতে পারে। পিসিবি বলছে, ‘ওয়েস্ট ইন্ডিজ সিরিজটি সম্পন্ন করার ব্যাপারে নিশ্চয়তা দিয়েছে। আমরা আশা করবো, পরবর্তীতে দ্রুততম সময়ের মধ্যে এই সিরিজটি খেলার জন্য তারা পাকিস্তানে আসবে।’

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।