
নিজের নতুন মিউজিক ভিডিওতে পপ তারকা জেনিফার লোপেজকে পোশাকবিহীন দেখা যাবে। গানের ভিডিওটিও নাকি নানা চমকে পরিপূর্ণ থাকছে।
‘জোনিফার’ নামেই নিজের এই গানের ভিডিওটি প্রকাশ করবেন তিনি। জানা গেছে, ভিডিওটির মধ্যে ভাগে এক মিনিটের একটি দৃশ্যে সম্পূর্ণ পোশাকবিহীন জেনিফার লোপেজকে দেখা যাবে। সব মিলিয়ে এ গানটিতে যেন পুরোনো জেনিফার লোপেজকেই খুঁজে পাবেন শ্রোতা-দর্শক।
বিশ্ব নন্দিত এই তারকা গানটি প্রসঙ্গে বলেন, এটা আমার ক্যারিয়ারের সবচাইতে ভিন্নধর্মী একটি গান। মিউজিকের প্রতিটি বিটে ভিডিওর দৃশ্যগুলো বদল হতে দেখা যাবে। সুপারহট লুকেই সবাই এখানে আবিস্কার করতে পারবেন আমাকে। আশা করছি সবার কাছে ভালো লাগবে গানটি।