
বুলাওয়েতে এক রোমাঞ্চকর টেস্ট ম্যাচ উপহার দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে। হারতে হারতে শেষ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজকে জয় বঞ্চিত করেছে জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা। অথচ ম্যাচের চতুর্থ দিনেই হারতে বসেছিল জিম্বাবুয়ে!
শুরুতে ওয়েস্ট ইন্ডিজ থেকে ১২২ রানের পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৪৬ রানে ৪ উইকেট হারিয়ে বসে স্বাগতিকরা। সেখান থেকে পিটার মুরকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তুলেন সিকান্দার রাজা। এ দুজন মিলে দিন শেষ করেন ১৪০ রানে।
৫ম দিন ব্যাট করতে নেমে দলীয় ১৭২ রানের মধ্যে ফেরেন মুর ও ওয়ালের। এরপর ২০৩ বলে ৮৯ রানের অসাধারণ এক ইনিংস খেলে রাজা ফেরেন দলীয় ২১০ রানে। রাজার বিদায়ের পর ওয়েস্ট ইন্ডিজের জয়ের স্বপ্নে দেয়াল তুলে দাঁড়িয়ে যান রাগিস চাকাবা ও অধিনায়ক গ্রায়েম ক্রেমার। এ দুজন মিলে গড়েন ম্যাচ বাঁচানো ৯১ রানের জুটি। এরপর শেষ দিকে ড্র মেনে নিয়ে মাঠ ছাড়ে দুদল।
১৯২ বলে ৭১ রান করেন চাকাবা। আর ক্রেমার অপরাজিত থাকেন ১৫০ বলে ২৮ রান করে। ম্যাচ সেরা হয়েছেন সেকান্দার রাজা। সিরিজ সেরা হয়েছেন দেবেন্দ্র বিশু।
এর আগে ১১৭ রানে প্রথম টেস্ট জেতায় ১-০ তে সিরিজ নিজেদের করে নিল ওয়েস্ট ইন্ডিজ।